সার্চ ইন্জিন অপটিমাইজেশন SEO – Staring Guideline
সার্চ ইঞ্জিন কি?:
সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা ওয়েবসাইট যা ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন তথ্যকে তার নিজের ডাটাবেইজে সংরক্ষণ করে রাখে এবং পরবর্তীতে ব্যবহারকারীর চাহিদা অনুসারে ওয়েবসাইটে প্রদর্শন করে। সার্চ ইঞ্জিনগুলো একধরনের রোবট প্রোগ্রামের সাহায্যে সারাক্ষন বিভিন্ন ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ করতে থাকে যা ইন্ডেক্সিং (Indexing) নামে পরিচিত।
সহজ ভাষায় বলতে গেলে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন কিছু ওয়েবসাইট যেখানে আমরা ইন্টারনেট থেকে কোন তথ্য খুজার জন্য সার্চ করি। যেমন গুগল www.google.com ইয়াহু www.yahoo.com বিং www.bing.com , AOL www.aol.com , Ask www.ask.com এই সার্চ ইনজিনগুলো হলো ইন্টারন্যাশন্যাল সার্চ ইঞ্জিন, আবার অনেক দেশেরও নিজেদেরও সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন চীনের বিখ্যাত সার্চ ইঞ্জিন Baidu www.baidu.com বাংলাদেশের সার্চ ইঞ্জিন পিপীলিকা www.pipilika.com
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলা, যাতে একটি নির্দিষ্ট বিষয়ের সার্চ রেজাল্টে ওয়েবসাইটি অন্য সাইটকে পেছনে ফেলে সবার আগে প্রদর্শিত হতে পারে। এই ধরনের সার্চ রেজাল্টকে Organic বা Natural সার্চ রেজাল্ট বলা হয়। সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠায় দশটি ওয়েবসাইটের মধ্যে নিজের ওয়েবসাইটকে নিয়ে আসাই সবার লক্ষ্য থাকে। এর কারণ হিসেবে দেখা যায় ব্যবহারকারীরা সাধারণত শীর্ষ দশের মধ্যে তার কাঙ্খিত ওয়েবসাইটকে না পেলে দ্বিতীয় পাতায় না গিয়ে অন্য কোন শব্দ ব্যবহার করে পুনরায় সার্চ করেন। শীর্ষ দশে থাকার মানে হচ্ছে ওয়েবসাইটে বেশি সংখ্যক ভিজিটর পাওয়া আর বেশি সংখ্যক ভিজিটর মানে হচ্ছে বেশি আয় করা। এজন্য সবাই মরিয়া হয়ে নিজের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য উপযুক্ত করে তুলেন।
সহজ ভাষায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এমন একটা প্রক্রিয়া, যার মাধ্যমে আপনার ব্যাক্তিগত ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, কোন কোম্পানির সাইট কিংবা ব্লগ সাইটকে গুগল সার্চ ইঞ্জিনে নির্দিষ্টভাবে প্রথম পাতায় জায়গা দখল করানো যায়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে শিখবেন এবং কি কি শিখতে হবে:
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সাথে অনেক বিষয় জড়িত। এসইওতে আপনাকে নিচের বিষয়গুলো সম্পর্কে খুব ভাল ধারণা থাকতে হবে।
কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর এনালাইসিস:
কিওয়ার্ড রিসার্চ এসইওতে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন কিওয়ার্ডএর জন্য ওয়েবসাইট গুগল সহ অন্যান্য সার্চ ইন্জিনে রাংক করাতে চান তা প্রথমেই নির্ধারন করত হবে। প্রথমেই সাইটের জন্য এক বা একাধিক নির্দিষ্ট কিওয়ার্ড (Keyword) বা শব্দগুচ্ছ বাছাই করতে হয়। কিওয়ার্ড বাছাই করার পূর্বে সময় নিয়ে গবেষণা করা প্রয়োজন। এমন একটি কিওয়ার্ড বাছাই করতে হয় যাতে এর প্রতিদ্বন্ধী কম থাকে। ধরা যাক অনলাইনে গেম খেলার একটি সাইটের জন্য যদি “Play Online Game” কিওয়ার্ড বাছাই করা হয়, তাহলে এই শব্দ দিয়ে গুগলে সার্চ করলে ১.৬ কোটি সাইটের ফলাফল হাজির হবে। তাদের মধ্যে হাজারও জনপ্রিয় সাইট পাওয়া যাবে যেগুলোকে অতিক্রম করে প্রথম পাতায় আসাটা প্রায় অসম্ভব হয়ে যাবে। সেক্ষেত্রে কিওয়ার্ডের সাথে আরো কয়েকটি শব্দ যদি যোগ করা যায় তাহলে দেখা যাবে প্রতিদ্বন্ধী ওয়েবসাইটের সংখ্যা কমে আসবে। কিওয়ার্ড নিয়ে গবেষণার জন্য সবচেয়ে জনপ্রিও টুলসগুলো হচ্ছে –
https://adwords.google.com/KeywordPlanner
http://www.longtailpro.com/
http://www.marketsamurai.com/
https://www.semrush.com/
কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হবে তা জানতে নিচের লিংকগুলো ভিজিট করুন –
http://backlinko.com/keyword-research
https://moz.com/beginners-guide-to-seo/keyword-research
অনপেইজ এসইও:
অনপেইজ এসইও করতে হলে আপনাকে নিচের বিষয়গুলো সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
ওয়েব সাইট টাইটেল এবং মেটা
১. Site Title Tag.
২. Meta keyword
৩. Meta description.
ওয়েব সাইট নেভিগেশন, পারমালিংক, সাইটম্যাপ
৪. URL permalinks structure.
৫. Navigation & Breadcrumb
৬. Sitemap
কনটেন্ট স্ট্রাকচার এবং এইচটিএমএল ট্যাগ এর ব্যাবহার
৭. Heading tag. <h1> / <h2>
৯. Anchor text
১০. Image Alt Tag
১১. Strong Tag.
১২. Internal linking
১৩. Content with multimedia
১৪. Social Sharing Buttons
আরও যেসব বিষয় অনপেজের সাথে জডিত সেগুলো হচ্ছে
১৫. Site Speed ১৬. Using Robot.txt ১৭.Google XML Site map ১৮. w3c validation
More Details >>
http://backlinko.com/on-page-seo
https://moz.com/learn/seo/on-page-factors
অফপেইজ এসইও:
আফপেইজ এসইও অনেক বিশাল বিষয়, আপনাকে অনেক সময় নিয়ে এখানে কাজ করতে হবে। অফপেইজ এসইওতে আপনাকে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেগুলো হচ্ছে –
১. Social Networking Sites
২. Blogging
৩. Forum Marketing
৪. Search Engine Submission
৫. Directory Submission
৬. Local Listings
৭. Article Submission
৮. Answer Questions
৯. Web 2.0
১০. Video Marketing
১১. Business Reviews
১২. Link Building
More Details >>
https://moz.com/ugc/21offpage-seo-strategies-to-build-your-online-reputation
http://neilpatel.com/2016/01/19/everything-you-need-to-know-about-off-page-seo/
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন শিখবেন?
এসইও শিখে আপনি যেকোন ওয়েবসাইটকে র্যাংক করতে পারেন, আর রাংক করে গুগলের প্রথম পেজে ওয়েবসাইটকে আনতে পারলে আপনি অনেক ভিজিটর পাবেন এবং পাবেন অফুরন্ত আয়ের সুযোগ।
১) এসইও শিখে আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে এসইওর প্রজেক্ট করতে পারবেন।
২) নিজের ব্লগ করে এডসেন্স ব্যাবহার করে আয় করতে পারবেন।
৩) নিজের ব্লগ করে এফিলিয়েট প্রোগ্রাম ব্যাবহার করে আয় করতে পারবেন।
৪) বিভিন্ন কোম্পানির ইন্টারনেট মার্কেটিং কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন।
এসইও শেখার আরো রিসোর্স :
গুগল এসইও স্টার্টার গাইড https://www.google.com/webmasters/docs/search-engine-optimization-starter-guide.pdf
https://moz.com/beginners-guide-to-seo
http://searchengineland.com/guide/what-is-seo
https://www.quicksprout.com/the-advanced-guide-to-seo
https://www.warriorforum.com/
https://forums.digitalpoint.com/
https://www.webmasterworld.com/
Very useful post. Thanks for sharing.