বাংলায় PHP ভিডিও টিউটোরিয়াল
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ পিএইচপি শিখুন – বাংলায়
PHP শেখার এই ভিডিও টিউটোরিয়ালটি আমি তৈরি করেছিলাম, আমি তখন বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বর্ষে পড়ি। সে সময় একটি সফটওয়্যার ফার্মে পার্ট টাইম ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতাম। আমার বন্ধুরা প্রায় সময় তাদেরকে PHP শেখাবার জন্য বলত। কিন্তু পড়ালেখা এবং কাজের বাইরে সময় বের করা কঠিন হয়ে পড়ত। ফলে সেসময় এই ভিডিও টিউটোরিয়ালটি তাদের জন্য তৈরি করি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র প্রোগ্রামারদের অনেকেই এই টিউটোরিয়াল থেকে PHP তে হাতেখড়ি করেছে। এক সময় আমার সাইটে দেখলাম এই টিউটোরিয়ালটি নেটে আপলোড করার জন্য অনেকেই অনুরোধ করছেন। আশা করছি এটি থেকে সবাই উপকৃত হবেন।
শুরুর আগে
এবার টিউটোরিয়ালটি সম্পর্কে কয়েকটি বিষয় জানিয়ে দেই। এটি তৈরি করেছিলাম Camtasia Studio নামক একটি সফটওয়্যার দিয়ে। তাই ভিডিও গুলো চালাতে একটি Codec সফটওয়্যার কম্পিউটারে ইন্সটল করে নিতে হবে, এর ডাউনলোড লিংকও সাথে দিয়ে দিয়েছি। বিষয়বস্তুর উপর ভিত্তি করে টিউটোরিয়ালটি মোট ১০ টি ভাগে ভাগ করিছি। এই টিউটোরিয়ালে একটি ছোট অনলাইন শপ কিভাবে ধাপে ধাপে তৈরি করতে হবে তা দেখিয়েছি। যাদের অন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা নেই তাদেরকে টিউটোরিয়ালটির পাশাপাশি কোন বই অনুসরণ করার পরামর্শ দিব। এক্ষেত্রে Wrox Publication এর Beginning PHP 5 বইটি পড়তে পারেন।
নিচের টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে অনুশীলন করুন
১) PHP ভিডিও টিউটোরিয়াল- পিএইচপি ইনট্রো
২) PHP ভিডিও টিউটোরিয়াল- পিএইচপি বেসিকস
৩) PHP ভিডিও টিউটোরিয়াল- এইচটিএমএল ফরম
৪) PHP ভিডিও টিউটোরিয়াল- ফরমেটিং ওয়েবসাইট
৫) PHP ভিডিও টিউটোরিয়াল- ক্রিয়েটিং ডাটাবেইজ
৬) PHP ভিডিও টিউটোরিয়াল- ডিসপ্লে ক্যাটাগরি
৭) PHP ভিডিও টিউটোরিয়াল- রেজিস্ট্রেশন
৮) PHP ভিডিও টিউটোরিয়াল- লগ-ইন টু ওয়েবসাইট
৯) PHP ভিডিও টিউটোরিয়াল- ডিসপ্লে প্রোডাক্টস
ভিডিও টিউটোরিয়ালগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করুন
সবগুলো ফাইলের মোট আকার হচ্ছে ৪৮২ মেগাবাইট। মিডিয়াফায়ার থেকে ভিডিওগুলো নামানোর ডাউনলোড লিংক নিচে দেয়া হল –
- Codec – Install it first.zip
- 1. PHP – Intro.avi
- 2. PHP – Basic PHP.avi
- 3. PHP – HTML Form.avi
- 4. PHP – Formating Website.avi
- 5. PHP – Creating Database.avi
- 6. PHP – Display Category.avi
- 7. PHP – Registration.avi
- 8. PHP – Login to Website.avi
- 9. PHP – Display Products.avi
- 10. PHP – Examples.avi
- Readme.txt
অথবা নিচের লিংক অনুসরন করে মিডিয়াফায়ার থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করতে পারবেন –
এই ভিডিও গুলো ২০০৬ সালে বানানো । ২০১৭ সালের আপডেটেড PHP ভিডিও পেতে আমাদের নিচের ইউটিউব চ্যানেলটি দেখুন
বিঃদ্রঃ – ব্যক্তিগত কাজে টিউটোরিয়ালটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড এবং বিতরণ করা যাবে, তবে কোন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
আপনার পোস্ট এর জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিও টিউটরিয়ালগুলো আমাদের অনেক উপকারে আসবে। PHP শেখার জন্য কি Javascript বা অ্ন্য কোন কিছু জানা জরুরি? আমি যদি dreamweaver ব্যবহার করতে চাই তাহলে adobe or macromedia কোন software টা বেশি ভালো হবে?
PHP এর সাথে HTML, CSS এবং Javascript শেখাটা প্রয়োজন।
মূলত Adobe কোম্পানীটি Macromedia এবং এর সকল প্রোডাক্ট ২০০৫ সালে কিনে নিয়েছে। ফলে বর্তমানের সফটওয়্যারগুলো Adobe এর ব্যানারে প্রকাশিত হচ্ছে। সেক্ষেত্রে Adobe এর সফটওয়্যারগুলো ভাল এবং আপডেটেড হওয়াটাই যুক্তিসঙ্গত।
Zakaria ভাই অনেক ধন্যবাদ,
আপনার ব্লগটি অনেক জায়গায় copy-paste করে খুব সুন্দর ভাবে মানুষকে ধোকা দিচ্ছে, আশা করি এসব ধোকাবাজ দের একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন ,
তা না হলে একদিন আপনার নিজের ব্লগটি নিয়ে প্রশ্ন দেখা দিবে।
নিচে একটি ধোকাবাজ সাইট এর লিঙ্ক দিলাম
http://earnnews24.com/
বিষয়টি জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
আপনাদেরকেও এ ধরনের সাইট থেকে সচেতন এবং এর বিরূদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।
আপনাকে অণেক ধন্যবাদ
………….আর আপনার লেখা কপি হচ্ছে তা আমিত্ত লক্ষ্য করেছি…………….এমন কি আপনার নামটুকু কিংবা লিংকটুকু দেত্তয়ার প্রয়োজন মনে করে এই কপি-পোষ্ট চোরেরা……..
যা খুব দু:খ জনক
Thanks for lot Z.C
jakariya bro..thanks for uploading php tutorial..but where i can get the "apache2triad" and "winsyntax" software..can u please help me out..
onek donnobad.
অনেক ধন্যবাদ আপনার এই ভিডিও জন্য। আমি ৭ নং ফাইটা download করতে পারছিনা। plz help me…
thank you for this post but I can't download file no 7. plz help me
আমি ৭ নং ফাইলটা আবার আপলোড করেছি। আশা করি এবার ডাউনলোড করতে পারবেন।
ধন্যবাদ এরকম সুন্দর পোষ্ট দেওয়ার জন্য। ফ্রিল্যান্সিং এবং এর আনুসঙ্গিক বিষয়ক পুষ্টগুলো সত্যই প্রশংসার দাবীদার। যা আমার মত শিক্ষানবীশরা নয় বরং পুরোন ফ্রিল্যান্সারাও এসব পোষ্ট থেকে উপকৃত হচ্ছে।
আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। উত্তর দিলে সত্যিই উপকৃত হব। আমি HTML, CSS এবং Javascript ভালই পারি। এগুলো আমি নেটে w3schoos এবং অন্যান্য টিউটরিয়াল সাইট থেকে শিখেছি। এখন PHP শিখতে চাচ্ছি। প্রশ্ন হল আমি কি PHP কোন বই পড়ে কিংবা নেটে টিউটরিয়াল দেখে শিখতে পারবো? আমার নিজের সাইটে PHP প্যাকটিস করে এতে দক্ষ হওয়া সম্ভব কি?
আবারও কৃতজ্ঞতা জানাই সুন্দর একটি ব্লগ আমাদের উপহার দেওয়ার জন্য।
Vai, Thank you for this videos. I've downloaded this & got some idea about the php. hope I'll be able to use it later.
thanks again.
Dear Mr. Zakaria Chowdhury,
Thanks for valuable Tutorial of PHP in Bangla.
Elias Ahmed
Via, apnar "1. PHP – Intro.avi" onk koste download kre deklam.Onk valo legece. But amrato soby high speed internet use krena, ty file download korte onk time lage. r ar aktu download holey current chole jy.Abar 1st theke download korte hoy. Via please, jode torrent download ar bebostha kore den tobe onk upokar hoto. tokhon current geleo r problem hobe na.Or jode ta na hoy tobe direct download ar link dele valo hoy. Apnake onk onk Thanks.
ভাই যদি html ও css দিয়ে যদি একটা প্রজেক্ট দেখাতেন তাহলে অনেক উপকার হত।
thanks
Rajib
Rajshahi
Bangladesh
bai apnar php code ti pathaban ami ay projjonto 10 bar ar upor try korachi but hocha na…..
products.php file project a acha …. but cat id 123 when show korba apni type korachan link a product.php…
mail a holo anowereng@yahoo.com
on odesk,there is two option 'city and full address, now i come to know from you what is written on that two option.
জাকারিয়া ভাই অনেক ধন্যবাদ আপনাকে।এগুলো কি যথেষঠ পিএইচপি শেখার জন্য?
'2 php basic' download hoina ki korbo?