FreelancerStory.Com

ইন্টারনেটে কাজ করুন ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করুন

পিপল পার আওয়ারে কাজ করবেন কিভাবে – ২য় পর্ব:

পিপল পর আওয়ারে কাজ করতে হলে প্রথমেই্ আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আজ  আমরা দেখব কিভাবে পিপিএইচএ অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং কিভাবে অওয়ারলি পোস্ট করতে পারি।

পিপিএইচ- এ অ্যাকাউন্ট তৈরিঃ

ফ্রিল্যান্সার হিসেবে আপনার সার্ভিস  সেল করতে হলে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।এক্ষেএে পিপিএইচ-এর হোমপেজে কোনো সাইন-আপ অপশন না থাকায় আপনাকে মেন্যুবারের যেকোনো একটিতে ক্লিক করতে হবে| ফলে, সাইন-আপ বাটনসহ নতুন আরেকটি মেন্যুবার আসবে|

gfhfg

 

পিপল পার আওয়ারে আপনার একাউন্ট করুন
sign-up-peopleperhour

 

এই সাইন-আপ বাটনে ক্লিক করলে নতুন ইউজারদের জন্য একটি সাইন-আপ পেজ আসবে, যেখানে আপনার মৌলিক কিছু ইনফরমেশন প্রদান করে অ্যাকাউন্ট অপেন করতে পারবেন| এক্ষেত্রে নিচের তিনটি পদ্ধতির যেকোনো একটি ব্যবহার করতে পারেন-

ক) ফেইসবুক প্রোফাইল দিয়ে সাইন-আপঃ যাদের ফেইসবুক অ্যাকাউন্ট আছে তারা তাদের প্রোফাইলে প্রদত্ত তথ্য ব্যবহার করে পিপিএইচ-এ অ্যাকাউন্ট খুলতে পারেন|

খ) লিংকড-ইন প্রোফাইল দিয়ে সাইন-আপঃ সারাবিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রফেশনালরা তাদের ওয়েব অ্যাপিয়ারেন্স-এর জন্য লিংকড-ইন ব্যবহার করেন যা তাদের পছন্দের জব, ক্লায়েন্ট, কোম্পানি ইত্যাদি খুজে পেতে সাহায্য করে| লিংকড-ইন প্রোফাইলধারীরা তাদের অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে পিপিএইচ-এ সাইন-আপ করতে পারেন|

গ) ই-মেইল ব্যবহার করে সাইন-আপঃ আপনার ই-মেইল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈ্রি করতে নিচের তথ্যগুলো প্রদান করুন-

Screenshot_1

১।নামঃ এক্ষেত্রে আপনার নামের আদ্যংশ First Name ফিল্ডে এবং শেষাংশ Last Name ফিল্ডে ইনপুট করুন| নামটি অবশ্যই জাতীয় পরিচয়পত্রের সাথে সামঞ্জস্যপূর্ন হওয়া উচিত; অন্যথায় অর্থ লেনদেন ও ঊত্তোলনে কনফ্লিক্ট তৈ্রি করবে|

২।ই-মেইল অ্যাড্রেসঃ সাইন-আপ ফরমের এই ফিল্ডে আপনার ব্যবহৃত একটি বৈ্ধ ই-মেইল অ্যাড্রেস ইনপুট করতে হবে, যা পরবর্তীতে পিপিএইচ-এ লগ-ইন করতে ব্যবহার করবেন|

৩।পাসওয়ার্ডঃ এই ফিল্ডে পিপিএইচ-এ লগ-ইন করতে ব্যবহার করবেন এমন একটি পাসওয়ার্ড ইনপুট করুন|

৪।লোকেশনঃ এই ফিল্ডে আপনার অবস্থান/কর্মস্থল উল্লেখ করুন| লোকেশন ইনপুট করার সিন্টেক্সটি হল Ciy,Country. উদাহরণস্বরুপ- Dhaka,BD/ Sylhet,BD ইত্যাদি|

৫।অ্যাকাউন্ট টাইপঃ সবশেষে আপনার অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করতে হবে| পিপিএইচ-এ তিন ধরনের আকাউন্ট টাইপ আছেঃ

বায়ার- যারা পিপিএইচ থেকে সার্ভিস কিনতে চান তারা এই অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করবেন|

সেলার- পিপিএইচ-এ যারা সার্ভিস সেল করতে চান অর্থাৎ ফ্রিল্যান্সাররা এই অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করবেন|

বোথ- পিপিএইচ-এ সার্ভিস কিনা এবং বিক্রি দুটোতেই আগ্রহী- এমন ইউজাররা এই অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করতে পারেন|

বিঃ দ্রঃ পরবর্তীতে সার্ভিস কিনার প্রয়োজন হতে পারে, এমন ফ্রিল্যান্সাররা আকাউন্ট টাইপ- বোথ সিলেক্ট করতে পারেন| যদিও, পিপিএইচ-এ যেকোনো সময় আপনার বর্তমান অ্যাকাউন্ট টাইপ থেকে অন্য অ্যাকাউন্ট টাইপে সুইচ করতে পারবেন|

সবশেষে সাইনআপ বাটনে ক্লিক করুন| এরপর লোড হওয়া পেজে ইমেইল আড্রেসটি ভেরিফাই করতে বলবে| সেজন্য আপনার পিপিএইচ সাইন-আপে ব্যবহৃত ইমেইলে লগ-ইন করে ভেরিফিকেশন লিঙ্কটি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হবে|

 

পিপিএইচ-এ প্রোফাইল সাজানোঃ

পিওপল পার আওয়ার-এ প্রোফাইল সাজানো একটি ধারাবাহিক প্রক্রিয়া| এ পর্বে পিপিএইচ সেলার প্রোফাইল-এর গুরুত্বপূর্ন কিছু দিক নিয়ে আলোচনা করা যাক|

pphp

পিপিএইচ-এ লগ-ইন করার পর ইউজার আইডি’র উপর ক্লিক করলে যে ড্রপডাউন মেন্যু আসে তাতে PROFILE – EDIT অপশন থাকে, যার EDIT-এ ক্লিক করলে প্রোফাইল কাস্টমাইজেশনের জন্য একটি এডিটেবল পেজ আসবে| সেখানে পিপিএইচ সেলার হিসেবে আপনার নিম্নোক্ত প্রয়োজনীয় তথ্যসমূহ সংরক্ষন করতে পারবেন|

১) ক) সাইন-আপের সময় যে নাম ব্যবহার করেছিলেন তা এখান থেকে এডিট করতে পারবেন|

খ) কি পেশায় আপনি পিপিএইচ-এ কাজ করবেন তা এখানে ডিফাইন করবেন| আপনার জব টাইটেল হতে পারে সফটওয়্যার ডেভলপার, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভলপার, কপিরাইটার, গ্রাফিক ডিজাইনার ইত্যাদি|

Screenshot7

২) ক) আপনার জব রিলেটেড কোনো COVER IMAGE যুক্ত করার জন্য সেটি ড্রাগ করে এই ফিল্ডে রাখলে তা অটোমেটিক আপলোড হতে থাকবে| অথবা Browse-এ ক্লিক করে ম্যানুয়ালি আপলোড করতে পারবেন|

খ) PROFILE PICTURE   যুক্ত করার জন্যও একই পদ্ধতি অবলম্বন করুন| তবে আপনার প্রোফাইল পিকচারটি অবশ্যই জেনুইন হতে হবে||

Screenshot_13

৩) ক) ঘন্টায় কত ডলারে আপনি পিপিএইচ-এ কাজ করতে আগ্রহী, তা এখানে ডিফাইন করুন| ডলার সাইন ($)-এর ডানপাশের ডাউন অ্যারো ক্লিক করে চাইলে অন্য কারেন্সিতেও আপনার আওয়ারলি রেট সেট করতে পারেন|

খ) PHONE ফিল্ডটিতে আপনার ব্যবহৃত একটি নাম্বার এড করুন| নাম্বারটি সাধারনত আপনার বায়ার বা অন্যান্য ইউজারের সাথে শেয়ারড থাকবেনা; তবে ইমারজেন্সিতে পিপিএইচ আপনার সাথে যোগাযোগের জন্য ব্যবহার করবে|৪) একজন ফ্রিল্যান্সার প্রফেশনাল হিসেবে ক্লায়েন্টের কাছে নিজেকে আকষনীয়ভাবে উপস্থাপনের জন্য ABOUT YOU ফিল্ডটিতে নিজের এক্সপারটাইজ এবং অভিজ্ঞতার কথা লিখুন|

Screenshot_7

৪) একজন ফ্রিল্যান্সার প্রফেশনাল হিসেবে ক্লায়েন্টের কাছে নিজেকে আকষনীয়ভাবে উপস্থাপনের জন্য ABOUT YOU ফিল্ডটিতে নিজের এক্সপারটাইজ এবং অভিজ্ঞতার কথা লিখুন|

Screenshot_14

৫) YOUR PROFILE SKILLS ফিল্ডে আপনার পেশাগত দক্ষতার বিভিন্ন দিক ট্যাগ আকারে যুক্ত করুন| এক্ষেত্রে স্কিলসেট টাইপের সময় পিপিএইচ-এর সাজেশন নিন|

Screenshot_9

৬) বায়ারদের কাছে নিজের স্পেশালিটি তুলে ধরতে ২ মিনিটের একটি ভিডিও তৈরি করে আপলোড করে রাখা যায়|

Screenshot_15

ভিডিওতে নিচের ৪টি প্রশ্নের স্পেসিফিক উত্তর দিতে হবে-

  • Why the Buyer should trust you will deliver quality work?
  • What have you done in the past that proves your expertise?
  • What are your key strengths that make you stand out above other Sellers?
  • Why have you chosen People Per Hour as the platform to work on?

যদিও প্রফাইলের এই সেকশনটি অপশনাল, এটি বায়ারদের দৃষ্টি আকর্ষণ করতে খুবই কার্যকরী| আপাতত এটি স্কিপ করুন এবং পরবর্তীতে ভিডিওটি তৈ্রি করে আপলোড করুন|

৭) ক) এ পর্যন্ত করা আপনার উল্লেখযোগ্য কাজগুলো PORTFOLIO আকারে সাজিয়ে রাখার জন্য সেগুলো এখানে ড্রপ করুন|অথবা Browse করে ম্যানুয়ালি আপলোড করুন|

খ) কাজগুলো যদি অন্য কোনো সাইটে উঠানো থাকে তবে সেগুলো এখান থেকে এমবেড করে দিতে পারেন| সেজন্য Embed from other sites ক্লিক করলে যে পপ-আপ বক্স আসে তাতে ঐ সাইটে রাখা আপনার কাজের লিংক পেস্ট করুন|

Screenshot_10

৮) সাইপ-আপের সময় আপনার যে লোকেশন উল্লেখ করেছিলেন, তা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন|

Screenshot_16

৯) ফ্রিল্যান্সাররা যেহেতু ঘরে বসে অর্থাৎ নিজস্ব ওয়াকপ্লেস থেকে কাজ করেন তাই তারা NOTIFY ME ABOUT সেকশনে REMOTE WORK ONLY রেডিও বাটন সিলেক্ট করবেন| ফলে, পিপিএইচ আপনাকে আপনার জব-এর ধরন এবং স্কিল অনুযায়ী অ্যাভেইলাবল বিভিন্ন কাজ সম্পর্কে অবহিত করবে এবং তাতে আবেদন করার জন্য রিকমেন্ড করবে|

Screenshot_17

১০) সবশেষে ইনপুট করা তথ্যসমূহ ডাবল-চেক দিয়ে DONE বাটনে ক্লিক করুন|

 Screenshot_18

 

পিপিএইচ- আওয়ারলি তৈ্রিঃ

আওয়ারলি কি এবং তা ফ্রিল্যান্সারদের জন্য কতটুকু ইফেকটিভ সে সম্পর্কে পূর্বের পর্বে বিস্তারিত আলোকপাত করা হয়েছে| এই পর্বে আমরা দেখব কিভাবে একটি আওয়ারলি পোস্ট করতে হয়|

image028

 

পিপিএইচ-এ মেন্যুবারের Post Hourly মেন্যুতে ক্লিক করলে একটি ফরম আসবে, যাতে নিম্নোক্ত ফিল্ডগুলো ফিল-আপ করে আপনি আওয়ারলি পোস্ট করতে পারবেন|

 

১) আপনি কোন নির্দিষ্ট কাজটি কত ডলারে করবেন তা এই ফিল্ডে উল্লেখ করবেন|এর জন্য I can এর পর ঐ নির্দিষ্ট কাজটি এবং ডলার সাইন($)-এর পর ঐ কাজের বিনিময়ে বায়ার আপনাকে কত ডলার পে করতে হবে তার আমাউন্ট উল্লেখ করবেন|উদাহরনস্বরুপ, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন তবে আপনার একটি বিডিং হতে পারে নিম্নরুপ|

image029

 

২) এই ফিল্ডে আপনি কত দিনে কাজটি ডেলিভারি দিতে পারবেন তা সিলেক্ট করে দিবেন| সাধারনত আওয়ারলি কাজগুলো ১ থেকে ৫ দিনের মধ্যে ডেলিভারি দিতে হয়| ৫ দিনের অধিক সময়ে ডেলিভারিযোগ্য কাজগুলো আওয়ারলি বলে বিবেচিত হবে না|

image029

 

৩) আপনার কাজটি কোন ক্যাটাগরির মধ্যে পরে তা এই জব ক্যাটাগরি ফিল্ডে নির্বাচন করে দিবেন|এখানে সাধারণত পিপিএইচ-এ আপনার জব টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ন অথবা ক্ষেত্রবিশেষে ভিন্ন কোন ক্যাটাগরি সিলেক্ট করতে করা যেতে পারে|

image031

 

৪) আওয়ারলি পোস্টিং-এর এই ফিল্ডটি খুবই গুরুত্বপূর্ন| কোন কোন কী-ওয়ার্ড দিয়ে সার্চ করলে ক্লায়েন্ট আপনার পোস্টটি পেতে পারেন এখানে সেগুলো ট্যাগ আকারে(কমা দ্বারা পৃথকীকৃত) রাখতে হয়|ট্যাগগুলো টাইপ করার সময় পিপিএইচ যেগুলো সাজেস্ট করে সেগুলো বেশ কার্যকর | উদাহরণস্বরুপ, আমাদের নমুনা আওয়ারলির জন্য নিম্নরুপ ট্যাগক্লাঊড সন্নিবেশ করা যেতে পারে|

image033

 

৫) এই ফিল্ডে আপনার এই আওয়ারলি কাজের সাথে প্রাসঙ্গিক কোনো ইমেজ, ভিডিও

image035

ইত্যাদি আপলোড করতে পারেন অথবা আপনার পোরটফোলিও সাইট (যদি থাকে) থেকে এমবেড করে দিতে পারেন|

 

৬) পোস্টিং-এর এই ফিল্ডটিতে আওয়ারলি সম্পর্কে আরেকটু ডিটেইল্ড বর্ণনা দিতে পারেন|

image037

এখানে যাই লিখুন তা হতে হবে আপনার আওয়ারলির সাথে প্রাসঙ্গিক; পাশাপাশি বায়ারের জন্য আকর্ষনীয়|

 

৭) আওয়ারলি পোস্টিং-এর এই ফিল্ডটিও খুবই ইফেক্টিভ, যেখানে বায়ারকে কি কি এডিশনাল সার্ভিস প্রদান করতে পারবেন (যার মাধ্যমে আপনি এক্সট্রা আর্ন করতে পারবেন) তা যোগ করা যায়|

image039

 

এভাবে একাধিক এড-অনস তৈ্রি করতে পারেন| নতুন ইউজাররা আপাতত এই সেকশনটি স্কিপ করতে পারেন|

 

৮) আপনার আওয়ারলিটি সম্পন্ন করতে ক্লায়েন্টের কাছ থেকে রিক্যয়ারমেন্টসমূহ এই ফিল্ডে উল্লেখ করতে পারেন| আমাদের নমুনা আওয়ারলির ক্ষেএে স্যাম্পল ওয়েবপেজেসসহ অন্যান্য প্রাসঙ্গিক উপাত্ত রেক্যুয়েস্ট করা যেতে পারে|

image041

 

৯) এই ফিল্ডে আপনি আপনার আওয়ারলির জন্য ডিসকাউন্ট অফার (২৪ ঘন্টার মধ্যে অর্ডারের ক্ষেএে প্রযোজ্য) করতে পারেন|

image043

 

১০) পরে দৃশ্যমান দুটি রেডিও বাটনের একটি সিলেক্ট করতে হবে| ফ্রিল্যান্সাররা সাধারনত তাদের পারসনাল ওয়ার্কপ্লেস থেকে কাজ করেন বলে রিমোটলি সিলেক্ট করবেন| আর যাদের ক্লায়েন্টের ওয়ার্কপ্লেসে কাজ করার সম্ভাবনা আছে তারা সাইট সিলেক্ট করবেন|

image045

১১) সবশেষে চেকবক্সটি সিলেক্ট করে (আপনি পিপিএইচ মার্কেটপ্লেস টার্মস এন্ড কন্ডিশনস মেনে পোস্ট করতেছেন নিশ্চিত করে) Post Hourly বাটনে ক্লিক করেন|

image047

 

 

 

লেখক: নাজমূল হক
বিঃদ্রঃ – এই লেখাটি “মাসিক কম্পিউটার জগৎ” ম্যাগাজিনের “ফেব্রুুয়ারী ২০১৬” সংখ্যায় প্রকাশিত হয়েছে।

পোস্টটি শেয়ার করূন, অন্যজনকে জানতে দিন

4 Comments so far:

  1. AL AMIN JABED says:

    More informative.